সন্তান জন্ম দিতে সাইকেল চালিয়ে হাসপাতালে মন্ত্রী!

প্রকাশিত: ১৯ আগষ্ট ২০১৮, ০৯:২২ পিএম

গাড়িতে পর্যাপ্ত জায়গা না থাকায় নিউজিল্যান্ডের নারী বিষয়ক মন্ত্রী জুলি জেন্টার সাইকেল চালিয়ে হাসপাতালে গিয়ে প্রথম সন্তানের জন্ম দিয়েছেন।

জুলি নিজের ইন্সটাগ্রামে লিখেছেন, তারা চমৎকার সাইকেল রাইড উপভোগ করছেন।

জুলি বর্তমানে নিউজিল্যান্ডের নারী বিষয়ক মন্ত্রী এবং পরিবহন মন্ত্রণালয়ের সহযোগী মন্ত্রীর দ্বায়িত্ব পালন করছেন। তিনি সাইকেল চালানোর ব্যাপারে সবাইকে উৎসাহ দিয়ে থাকেন।

এদিন হাসপাতালে যাওয়ার পথে তিনি ইন্সটাগ্রামে লেখেন, ‘সময় হয়েছে, আমাদের জন্য সৌভাগ্য কামনা করুন।

&dquote;&dquote;

আমি এবং আমার সঙ্গী সাইকেলে যাচ্ছি, কারণ সহায়তা কর্মীদের বসার জন্য গাড়িতে পর্যাপ্ত জায়গা নেই…’

সারা বিশ্বে তিনি দ্বিতীয় মন্ত্রী যিনি মন্ত্রী থাকা অবস্থায় সন্তানের জন্ম দিয়েছেন। এর আগে সরকার প্রধান থাকাকালে সন্তানের জন্ম দিয়েছিলেন পাকিস্তানের প্রয়াত প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো।

ইন্সটাগ্রামে নিজের মা হওয়ার খবর দিতে গিয়ে জুলি জেন্টার লিখেছিলেন, ‘আমাদের বাইসাইকেলে আমরা একটি বাড়তি আসন যোগ করতে চলেছি।’


বিডি২৪লাইভ/এইচকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: