হোঁচট খেল ম্যান ইউ!

প্রকাশিত: ২০ আগষ্ট ২০১৮, ১২:০৬ পিএম

ম্যানচেস্টার ইউনাইটেড ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম জায়ান্ট দল। টিম কম্বিনেশন ও চমৎকার স্কোয়াডের কারণে ইউরোপের যেকোনো দলকেই হারানোর সামর্থ রাখে রেড ডেভিলরা। কিন্তু, সেই জায়ান্টদেরই চমকে দিল ব্রাইটন। ম্যানইউকে ৩-২ গোলে হারিয়েছে তারা।

এর ফলে, লিগের শুরুতেই হোঁচট খেল শিরোপা প্রত্যাশীরা। প্রথম ম্যাচে দারুণ জয় তুলে নিলেও দ্বিতীয় ম্যাচেই হারের স্বাদ পেল হোসে মরিনহোর শিষ্যরা।

ম্যাচের ২৫ মিনিটে, গ্লেন মারে ব্রাইটনকে এগিয়ে নেন। মার্শের বাড়ানো পাসে দারুণ ফ্লিকে জালে পাঠান মারে। তার শটে কিছু করার ছিল না গোল রক্ষক ডি গিয়ার। ২ মিনিটের মধ্যে ব্যবধান দ্বিগুণ হয় ব্রাইটনের। নকার্টের বাড়ানো বল ডি বক্সের কাছাকাছি জায়গায় পেয়ে যান শন ডাফি। ঠান্ডা মাথায় শট নিয়ে লক্ষ্যভেদ করেন ডাফি।

৩৪ মিনিটে, ম্যানইউ এর হয়ে ব্যবধান কমিয়ে আনেন রোমেল লুকাকু। মৌসুমের প্রথম গোল করে, দলকে ম্যাচে ফেরান বেলজিয়ামের এ ফরোয়ার্ড। তবে ম্যানইউয়ের হাসি বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৪৪ মিনিটে, পেনাল্টি থেকে গোল করে ব্রাইটনকে তৃতীয় গোলের স্বাদ দেন প্যাসকল গ্রস।

৩-১ গোলে পিছিয়ে পড়ার পর আর ম্যাচে ফিরতে পারেনি ম্যানইউ। দ্বিতীয়ার্ধে একাধিক সুযোগ তৈরি করেছিল তারা। কিন্তু, ফরোয়ার্ডদের ব্যর্থতায় গোলের স্বাদ পায়নি। ম্যাচের অন্তিম মুহূর্তে পেনাল্টি পায় রেড ডেভিলরা। প্রথম ম্যাচের মতো ঠান্ডা মাথায় শট নিয়ে বল জালে পাঠান পল পগবা। এতে হারের ব্যবধান কমলেও হার এড়াতে পারেনি ম্যানইউ। সূত্র: গোল ডটকম

বিডি২৪লাইভ/এএআই

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: