নাইজেরিয়ায় সন্ত্রাসী হামলায় নিহত ১৯

প্রকাশিত: ২০ আগষ্ট ২০১৮, ০৩:১৯ পিএম

সন্দেহভাজন ইসলামী জঙ্গী সংগঠন বোকো হারাম, উত্তর-পূর্ব নাইজেরিয়ার গ্রামে ব্যাপক হামলা চালিয়েছে। এ ঘটনায় কমপক্ষে ১৯ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরো অনেকে।

দেশটির বোর্নো রাজ্যের মেইলারি গ্রামে, এ হামলা হয়। এ থেকে বেঁচে যাওয়া এক প্রত্যক্ষদর্শী, ১৯ জন নিহত হওয়ার খবর নিশ্চিত করেন। তিনি জানান, জঙ্গিরা গ্রামে হামলা চালিয়ে প্রায় দুই ঘণ্টা ধরে ধ্বংসযজ্ঞ ও লুটতরাজ চালায়।

বোর্নো রাজ্যে এর আগেও বেশ কয়েকবার হামলা চালিয়েছে বোকো হারাম। স্থানীয় মিলিশিয়া নেতা বাবাকুরা কোলো সংবাদ সংস্থা এএফপিকে জানান, বোকো হারামের জঙ্গিরা শনিবার রাতে, ট্রাকে করে গুলি ও গ্রেনেড হামলা চালায়। তিনি আরো বলেন,‘সংঘর্ষের মধ্যে হামলাকারীরা কয়েকজনকে আটক করে গলা কেটে হত্যা করে। তারা ঘরবাড়িতে আগুন ধরিয়ে দেয়।’ সূত্র : বিবিসি

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: