অবশেষে কত টাকায় বিক্রি হলো রাজাবাবু! 

প্রকাশিত: ২১ আগষ্ট ২০১৮, ১১:৪৭ পিএম

অবশেষে বিক্রি হলো গত বছর ও এ বছরের আলোচিত গরু রাজাবাবু। রাজাবাবুর উচ্চতা ৬ ফুট ৭ ইঞ্চি। বুকের মাপ ১০ ফুট, লম্বায় ৮ ফুট। আর ওজন ৫৫ মণ।

আজ মঙ্গলবার (২১ আগস্ট) রাতে রাজধানীর গাবতলী পশুর হাটে রাজাবাবু বিক্রি হয়েছে। তবে অনেকেরই প্রশ্ন রয়েছে কত টাকায় বিক্রি হলো রাজাবাবু। জানা গেছে, অনেক দেন-দরবারের পর অবশেষে সাড়ে ১৮ লাখ টাকায় বিক্রি হয়েছে। 

সাটুরিয়া উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের ভেটেরিনারি সার্জন সেলিম জাহান সাংবাদিকদের জানান, গত ঈদে বিক্রির জন্য প্রস্তুত ছিলো রাজা বাবু কিন্তু কাঙ্ক্ষিত দাম না পেয়ে গরুটি বিক্রি না করে আরো এক বছর লালন-পালন করেন গরুর মালিক খান্নু মিয়া। অবশেষে আজ সন্ধ্যার পরে সাড়ে ১৮ লাখ টাকায় বিক্রি হয় রাজা বাবু। মানিকগঞ্জের সাটুরিয়ার উপজেলার দেলুয়া গ্রামের খামারি খাইরুল ইসলাম খান্নু মিয়া অতিযত্নে পালন করেন হলস্টেইন ফ্রিজিয়ান জাতের গরু এই রাজাবাবু।

বিডি২৪লাইভ/এমআর

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: