আয়ারল্যান্ডকে হেসে খেলে হারাল আফগানিস্তান

প্রকাশিত: ২২ আগষ্ট ২০১৮, ১০:১৮ এএম

যতই দিন যাচ্ছে ক্রিকেটে ততই পরিণত হচ্ছে আফগানিস্তান। এবার টি-টোয়েন্টিতে হেসে খেলেই স্বাগতিক আয়ারল্যান্ডকে ১৬ রানে হারিয়েছে তারা।

ব্রেডিতে বৃষ্টির কারণে সময়মতো ম্যাচ শুরু করা যায়নি। যখন শুরু হলো, দুই ওভার করে কমিয়ে দেয়া হলো দুই দলের জন্য। প্রথমে ব্যাট করে ১৮ ওভারে ৭ উইকেটে ১৬০ রান তুলে আফগানিস্তান। জবাবে ৯ উইকেটে ১৪৪ রানেই থেমে যায় আইরিশদের ইনিংস।

জাজাইয়ের তাণ্ডবে আফগানিস্তানের সূচনাটা ছিল বিধ্বংসী। ওভার প্রতি ১১-এর উপরে রান তুলে এগিয়েছে তারা। শুরুর সেই ঝড়টাকে অবশ্য শেষদিকে এসে হতাশায় রূপ দিয়েছেন পরের ব্যাটসম্যানরা। শেষ ১৪ বলে আফগানিস্তান তুলতে পারে মাত্র ৮ রান।

জাজাইয়ের ঝড়ো ব্যাটিংয়ের সঙ্গে যা একটু তাল মেলাতে পেরেছেন মোহাম্মদ শাহজাদ। ডানহাতি এই ওপেনার ২১ বলে করেন ২৯ রান। ৩০ বলে ৩১ রান করে অধিনায়ক আসঘর আফগান। পরের ছয় ব্যাটসম্যান দশের ঘরও ছুঁতে পারেননি। ৩৩ বলে ৭৪ রান করেন আফগান ওপেনার হজরতুল্লাহ জাজাইয়।

বিডি২৪লাইভ/আরআই

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: