ঈদের দিনেও দেশের তিন এলাকায় ১৪৪ ধারা জারি!

প্রকাশিত: ২২ আগষ্ট ২০১৮, ১১:১০ এএম

ঈদের দিনেও অশান্তি ঠেকানো গেলো না টাঙ্গাইলের ঘাটাইলের তিনটি এলাকায়। যার ফলে সেই এলাকার তিনটি ঈদগাহ মাঠে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। মঙ্গলবার (২১ আগস্ট) রাতে জেলা প্রশাসন এই ধারা জারি করে।

খোঁজ নিয়ে জানা গেছে, টাঙ্গাইলের ঘাটাইলের মধ্যপাড়া সংগ্রামপুর, দেওপাড়া এবং নির্জনা এই তিন এলাকায় সমাজের দুই পক্ষের বিরোধের জেরে একই স্থানে ঈদুল আজহার নামাজের জন্য পুলিশের কাছে আবেদন করেন।

পরে পুলিশ মানুষের জীবনের নিরাপত্তার প্রতি ঝুকি, দাঙ্গা হাঙ্গামার সম্ভাবনা আছে এমন আশঙ্কা দেখে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানায়। পরে উপজেলা নির্বাহী অফিসার জেলা প্রশাসককে বিষয়টি অবগত করেন। পরে জেলা প্রশাসক ওই তিনটি স্থানে ১৪৪ ধারা জারি করেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার দিলরুবা আহম্মেদ জানান, দুই পক্ষ একই স্থানে ঈদুল আজহার নামাজের বিষয়টি কেন্দ্র করে আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কা দেখে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

বিডি২৪লাইভ/ওয়াইএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: