কেএফসিতে বিশাল সুড়ঙ্গ, উদ্ধার...

প্রকাশিত: ২৬ আগষ্ট ২০১৮, ০৮:০২ পিএম

বন্ধ হয়ে যাওয়া কেএফসির এক রেস্তোরাঁর নিচে সন্ধান মিলেছে দীর্ঘ সুড়ঙ্গের। এই সুড়ঙ্গটি মাটির ২২ ফুট নিচ দিয়ে তৈরি করা হয়েছে। যা লম্বায় প্রায় ৬০০ ফুট। ওই কেএফসি রেস্তোরাঁর নিচ থেকে শুরু হয়ে সুড়ঙ্গটি মেক্সিকোর বাসিন্দা এক ব্যক্তির বেডরুমে গিয়ে পৌঁছেছে।

বেশ কিছুদিন গোপন ছিল এই সুড়ঙ্গের কথা। এরই এক পর্যায়ে বন্ধ ওই রেস্তোরাঁ থেকে ২৩ আগস্ট (বৃহস্পতিবার) এক ব্যক্তিকে দেখে সন্দেহ হয় অ্যারিজোনার বর্ডার সিটি পুলিশের। বহু প্ল্যাস্টিক ব্যাগ একটি গাড়িতে ভরছিলেন তিনি।

এসময় পুলিশ অভিযান চালিয়ে গাড়ি থেকে ২৩৯ প্যাকেট বিভিন্ন মাদক বাজেয়াপ্ত করে, যার মূল্য ১০ লাখ ডলার।

যে ব্যক্তি প্যাকেট গাড়িতে ভরছিলেন তার নাম জেসাস ইভান লোপেজ গারসিয়া। চলতি বছরের এপ্রিলে ৩ লাখ ৯০ হাজার ডলারে ওই বন্ধ রেস্তোরাঁ কেনেন তিনি।

ইভান লোপেজকে গ্রেফতারের পর রেস্তোরাঁয় তল্লাশি চালায় পুলিশ। খোঁজ মেলে বিশাল এই সুড়ঙ্গের।

ওই সুড়ঙ্গ ধরে হাঁটতে থাকে পুলিশ। ঘুটঘুটে অন্ধকার সুড়ঙ্গে ৬০০ ফুট যাওয়ার পর অন্য মুখের সন্ধান পাওয়া যায়। একটি বেডরুমের বিছানার নিচে মুখ ওই সুড়ঙ্গের।

কিন্তু ততক্ষণে অ্যারিজোনার সীমানা ছাড়িয়ে মেক্সিকোয় পৌঁছে গিয়েছিল পুলিশ।

আরিজোনা সিটি পুলিশ জানিয়েছে, এই ভূগর্ভস্থ পথ দিয়েই প্রতিবেশী দেশে মাদক পাচার হত। ওই ঘরে কেউ ছিলেন না।

পুলিশ আরও জানায়, পাচার চক্রের অন্যদের খোঁজ করছে তারা। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

বিডি২৪লাইভ/এইচকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: