নতুন জার্সিতে প্রস্তুতি শুরু মোস্তাফিজদের

প্রকাশিত: ২৭ আগষ্ট ২০১৮, ০৫:২৮ পিএম

আগামী ১৫ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে গড়াবে এশিয়া কাপের ১৪তম আসর। তাই এরই মধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে টাইগাররা। সাম্প্রতিক সময়ে এশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে দারুণ সাফল্য পাচ্ছে তারা। এবারো সাফল্য পেতে মরিয়া ম্যাশ বাহিনী।

কোরবানির ঈদের আগেই ৩১ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছিল বিসিবি। আর সোমবার (২৭ আগস্ট) থেকে শুরু হয়েছে প্রস্তুতি পর্ব। প্রথম দিনই স্কোয়াডে ছিল ২৯ জন। বাকি সাকিব আল হাসান সৌদি আরব থাকায় এবং ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলতে ওয়েস্ট ইন্ডিজে থাকায় মাহমুদউল্লাহ রিয়াদ প্রস্তুতি ক্যাম্পে যোগ দিতে পারেননি।

এদিন সকাল ৯টায় মিরপুর ক্রিকেট স্টেডিয়ামের ইনডোরে রিপোর্টিং শুরু করেন ক্রিকেটাররা।

রবিবার শোনা গিয়েছিল, মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান রবি’র সঙ্গে চুক্তি বাতিল করেছে বিসিবি। এর সত্যতাও মিলিছে। প্রস্তুতি ক্যাম্পের জন্য ক্রিকেটারদের দেয়া প্র্যাক্টিস কিট বা জার্সির কোথাও রবির লোগো কিংবা নাম উল্লেখ নেই।

জানা যায়, প্রথম চার দিন (বৃহস্পতিবার পর্যন্ত) শুধু ফিটনেস অনুশীলন করবেন মোস্তাফিজরা। পরে একদিন (শুক্রবার) বিশ্রাম নিয়ে শনিবার থেকে শুরু করবেন স্কিল ট্রেনিং (ব্যাটিং-বোলিংয়ের অনুশীলন)। শুরুতে স্কিল ট্রেনিং না থাকায় প্রস্তুতি ক্যাম্প শুরুর পরেই দলের সঙ্গে যুক্ত হবেন কোচ স্টিভ রোডস।

বিডি২৪লাইভ/এইচকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: