টটেনহামে বিধ্বস্ত ম্যানচেস্টার!

প্রকাশিত: ২৮ আগষ্ট ২০১৮, ১১:৪৯ এএম

এবারের সিজনে নিজেদের জয়যাত্রা অব্যাহত রেখেছে টটেনহাম। ম্যানচেস্টার ইউনাইটেডকে তাদেরই মাঠে ৩-০ গোলে বিধ্বস্ত করেছে, মরিসিও পচেত্তিনোর দল। এর ফলে টটেনহাম জিতল তাদের প্রথম তিন ম্যাচেই।

অন্যদিকে রেড ডেভিলরা প্রথম ম্যাচে জয়ে শুরুর পর, হারল টানা দুই ম্যাচ। ১৯৯২-৯৩ মৌসুমের পর লিগে এটাই তাদের সবচেয়ে বাজে শুরু। এমন বাজে শুরুর পর ইউনাইটেডের কোচ হোসে মরিনহোর চাকরি নিয়েও এখন টানাটানি উঠে গেছে। হোম ম্যাচে, কোচিং ক্যারিয়ারের সবচেয়ে বড় পরাজয়ের স্বাদটাও পেলেন তিনি। লিগে প্রথম তিন ম্যাচের দুটিতে হারের ঘটনাও তার ক্যারিয়ারে এটাই প্রথম।

ঘরের মাঠে ইউনাইটেডের শুরুটা অবশ্য ভালোই হয়েছিল। প্রথমার্ধে টটেনহামের চেয়ে স্বাগতিকরাই সুযোগ তৈরি করেছিল বেশি। কিন্তু ফ্রেড, রোমেলু লুকাকুরা সুযোগগুলো কাজে লাগাতে পারেননি।

প্রথমার্ধে কোনো গোল হয়নি। তবে দ্বিতীয়ার্ধে মাত্র তিন মিনিটের মধ্যে দুবার ইউনাইটেডের জালে বল জড়িয়ে জয়ের অর্ধেক কাজটা সেরে ফেলে টটেনহাম।

৫০ মিনিটে, দারুণ এক হেডে ওল্ড ট্র্যাফোর্ডে নিজের প্রথম গোল করেন ইংলিশ ফরোয়ার্ড হ্যারি কেইন। ৫২ মিনিটে, ব্যবধান দ্বিগুণ করেন লুকাস মোরা। নির্ধারিত সময়ের ছয় মিনিট বাকি থাকতে, নিজের দ্বিতীয় গোল করে ৩-০ গোলের বড় জয় নিশ্চিত করেন এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার।

বিডি২৪লাইভ/এএআই/ওয়াইএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: