কি দরকার বিএনপিকে নির্বাচনে আনার? 

প্রকাশিত: ২৮ আগষ্ট ২০১৮, ০৮:২৩ পিএম

‘সম্প্রতি ওবায়দুল কাদের সাহেব (আওয়ামী লীগের সাধারণ সম্পাদক) একটি পত্রিকায় দেয়া সাক্ষাৎকারে বলেছেন, বিএনপি যদি নির্বাচনে নাও আসে, তাহলে অনেক বড় বড় প্রতিযোগীরা মাঠে আসবে, নির্বাচন করবে। আমি এখান থেকেই শুরু করতে চাই, আসলে করেন না…কি দরকার বিএনপিকে নির্বাচনে আনার? বিএনপি নির্বাচনে আসলো নাকি না আসলো তাতে আপনাদের কি আসে-যায়? কেন আপনারা বিএনপি কি করলো না করলো সেগুলো নিয়ে ভাবতেছেন? আপনাদের জাতীয় পার্টি আছে, আপনাদের সাথে আরও বিভিন্ন ফ্রন্ট তৈরি হচ্ছে। আপনারা যান (নির্বাচন)।’

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের সরাসরি টক-শো অনুষ্ঠানে এসে বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বিএনপি তার নিজের ঘর নিয়ে ব্যস্ত আছে। নিজের কান্না, নিজের দুঃখ, নিজের কষ্ট, নিজের বেদনা, নিজের নেত্রী (বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া) আজকে জেলে, দ্বিতীয় নেতা দেশের বাইরে, আমাদের বিএনপিকে আমাদের মত থাকতে দেন না…দেশ আপনাদের, জাতি আপনাদের, চালাচ্ছেন, চালান না…আমরা তো বাঁধা দিচ্ছি না কোথাও।’

‘আমরা একটা আন্দোলনে সমর্থন করলেও আপনারা সেখানে ষড়যন্ত্র দেখেন’, বলেন মেজর (অব.) আখতারুজ্জামান।

তিনি বলেন, ‘আমি যেটা মনে করি, কে কি বলল বা না বলল সেটা জানি না। আমার নেত্রী জেলে থাকবে। নেত্রী যদি মনে করেন, আন্দোলন করার দরকার নাই, তোমরা আইনি প্রসেসে যাও। নেত্রী জেলখানায় সিদ্ধান্ত নিতে পারে। নেত্রী যদি সিদ্ধান্ত না নেয় তার দায়িত্বে যিনি আছেন বা ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিতে পারেন। এটাতো আনুগত্যের প্রশ্ন। উনারা যে সিদ্ধান্ত নেবেন না, আমি সে কাজটা করবো? এটাতো হতে পারে না।’

তিনি আরও বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি, দল যে সিদ্ধান্ত নেবে, তা নির্ভর করবে ম্যাডাম এবং তারেক রহমানের ওপর। তারা যে সিদ্ধান্ত নেবেন, সে সিদ্ধান্ত আমরা মেনে নেব। আমি মনে করি, বেগম খালেদা জিয়ার মুক্তি হোক বা জেলে রেখে হোক, তার সম্মতি ছাড়া বিএনপি কোনো নির্বাচনে যেতে পারে না।’

বিডি২৪লাইভ/এসএইচআর/এমআর

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: