চলচ্চিত্রের 'অশ্লীল' বিলবোর্ড টানানো নিষিদ্ধ!

প্রকাশিত: ৩১ আগষ্ট ২০১৮, ০৩:৪১ পিএম

চলচ্চিত্রের 'অশ্লীল' বিলবোর্ড টানানো যাবে না পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে। ওই প্রদেশের তথ্য মন্ত্রী ফায়াজুল হাসান চৌহান ঘোষণা দিয়েছেন। আদেশ মান্য না করলে সিনেমা হলই বন্ধের হুমকি দিয়েছেন ইমরান খান নেতৃত্বাধীন ক্ষমতাসীন দল পিটিআইয়ের ওই মন্ত্রী।

বৃহস্পতিবার (৩০ আগস্ট) লাহোরের এক জনসভায় তিনি বলেন, যদি তিন দিন পরেও পাঞ্জাবে অশ্লীল বিলবোর্ড থাকে তাহলে প্রথমে জরিমানা করা হবে। আদেশ না মানলে হল বন্ধ করে দেয়া হবে।

তিনি আরও বলেন, 'আপনি অর্ধনগ্ন নারীর ছবি ছাপিয়ে বড় আকারের বিলবোর্ডে ঝুলিয়ে দিলেন, এতে কোনো মানবতা আছে?'

সপ্তাহ গ্রহণের এক সপ্তাহ না পেরোতেই এমন বক্তব্য দিয়ে সাড়া ফেলে দিয়েছেন এই মন্ত্রী। জামায়াতে ইসলামী পাকিস্তান থেকে ইমরান খানের পিটিআইয়ে যোগ দিয়েছিলেন তিনি।

বিডি২৪লাইভ/এসএস 

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: