ইদলিবের সন্ত্রাস নিয়ে যা বলল ইরান

প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর ২০১৮, ০৬:৩২ পিএম

সিরিয়ার উত্তর-পশ্চিম সীমান্তের প্রদেশ ইদলিব থেকে সশস্ত্র সন্ত্রাসী গ্রুপগুলিকে নির্মূল করার কথা বলেছেন, ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাভেদ জারিফ। জারিফ সিরিয়ার রাজধানী দামেস্কে দেশটির কর্মকর্তাদের সাথে বৈঠকের পর এসব কথা বলেন বলে জানিয়েছে ইরানের গণমাধ্যমগুলি।

সোমবার ইরানের সর্বোচ্চ এই কূটনীতিক সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ ও প্রধানমন্ত্রী ইমাদ খামিসের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক ও বিরাজমান যুদ্ধপরিস্থিতির উন্নয়ন বিষয়ে কথা বলেন। জারিফ জানান, ‘সিরিয়ার সমস্ত অঞ্চলগুলি রক্ষা করার পাশপাশি সমস্ত দলকে মিলিতভাবে পুনর্গঠনের কাজ চালিয়ে যেতে হবে। পাশপাশি উদ্বাস্তুদের প্রত্যাবাসন প্রক্রিয়াও নিশ্চিত করতে হবে।’ ইরানের গণমাধ্যম ফার্স নিউজ এজেন্সি নিশ্চিত করেছে এই বক্তব্য। শান্তি প্রক্রিয়া এগিয়ে নেওয়ার তাগিদে, পররাষ্ট্রমন্ত্রী জারিফ আরো উল্লেখ করেন, ‘ইদলিবের যেসব অঞ্চলে সন্ত্রাসীরা রয়েছে তাদের অবশ্যই নির্মূল করতে হবে, যাতে জনসাধারণ আবারও তাদের নিয়ন্ত্রণ ফিরে পায়।’

প্রসঙ্গত, সিরিয়ার সরকার অভ্যন্তরীন গৃহযুদ্ধে অবতীর্ণ হওয়ার পর, গত সাত বছর থেকেই ইরান তাদের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক সহায়তা দিয়ে আসছে। রাশিয়াও এক্ষেত্রে বাশার আল আসাদের সরকারের আরেক ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত। সূত্র: আল জাজিরা   

বিডি২৪লাইভ/এএআই

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: