যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব গ্রেফতার

প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০১৮, ০৮:৩১ এএম

যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাত তিনটার দিকে মিরপুর থানার পুলিশ তাকে গ্রেফতার করে।

পুলিশ জানিয়েছে, চাঁদাবাজির একটি মামলায় মোজাম্মেল হক চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করে মিরপুর মডেল থানার ডিউটি অফিসার (এসআই) মো. নুরুজ্জামান জানান, গ্রেফতারের পর মোজাম্মেল হককে থানায় আনা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, দুলাল নামের এক ব্যক্তি মোজাম্মেল হকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে একটি মামলা দায়ের করেছেন। এই মামলায় মোজাম্মেল হককে তার মিরপুরের বাসা থেকে গ্রেফতার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তাকে আদালতে পাঠিয়ে রিমান্ডও চাওয়া হতে পারে।

প্রসঙ্গত, যাত্রী কল্যাণ সমিতির নামে এই সংগঠনটি দীর্ঘ বছর ধরে দেশের পরিবহন সেক্টর নিয়ে কাজ করছে। সড়ক দুর্ঘটনা, গণপরিবহনের নানা অনিয়ম তুলে ধরে এর বিরুদ্ধে জনসচেতনতা তৈরি করে আসছে সংগঠনটি।

বিডি২৪লাইভ/এএইচ/ওয়াইএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: