প্রেসিডেন্টকে ‘বানর’ বলায়...

প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০১৮, ০৬:২০ পিএম

কেনিয়ার নাগরিকদের নিয়ে বর্ণবাদী মন্তব্য করায় চীনের এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি দেশটির প্রেসিডেন্টসহ সবাইকে বানর বলেছেন, দাবি স্থানীয় সংবাদ মাধ্যমগুলোর।

কেনিয়ার অভিবাসন বিভাগ টুইটারে জানায়, চীনের ওই ব্যবসায়ীর নাম লিউ জিয়াকি। তাকে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।

সম্প্রতি টুইটারে ব্যবসায়ী লিউর শেয়ার করা আড়াই মিনিটের একটি ভিডিও ভাইলার হয়। যেখানে দেখা যায়, এক কেনিয় কর্মীকে লিউ বলেন, ‘কেনিয়ার প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তাসহ সবাই বানরের মতো।’ তখন ওই কর্মী তাকে কেনিয়া ছেড়ে চলে যেতে বলেন। তখন আরও খেপে গিয়ে চীনের ওই ব্যবসায়ী বলেন, ‘এখানে থাকতে আমার ভালো লাগে না। বানরের মতো মানুষগুলোর সঙ্গে কথা বলতে আমার ভালো লাগে না। খারাপ, গরিব, বোকা আর কালো সব মানুষ।’ তারপরও বলেন, ‘টাকা গুরুত্বপূর্ণ বিষয়। তাই থাকি।’

দেশটির সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা লিউকে দেশে ফেরত পাঠানোর বদলে আইনের মুখোমুখি করার পক্ষে বলছেন।

এখন দেখার বিষয় লিউয়েল বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করে দেশটির প্রশাসন।

বিডি২৪লাইভ/এইচকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: