ইরানি কনসালেট ভবনে আগুন, নিহত ১

প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০১৮, ০১:৪৮ পিএম

ইরাকের বসরায় অবস্থিত ইরানি কনসালেট ভবনে আগুন দিয়েছে প্রতিবাদকারীরা। এ সময় নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে ১ জন প্রতিবাদকারী নিহত হয়। এছাড়া এতে আহত হয়েছে আরো ১১ জন।

দুর্নীতি ও মৌলিক সেবার অভাবের অভিযোগে শুক্রবার রাতে (৭ সেপ্টেম্বর) আগুন দেওয়ার এ ঘটনা ঘটে। আগুন দেওয়ার সময় শিয়া মুসলিম অধ্যুষিত ওই শহরে প্রতিবাদকারীরা ইরাকের রাজনীতিতে ইরানের প্রভাবের বিরুদ্ধে স্লোগান দেয়।

ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর বসরায় গত পাঁচ দিন ধরেই ইরানের বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে। এ সময়ে সংঘর্ষে মোট নিহত হয়েছে ১০ জন। কনসালেটে অগ্নিকাণ্ডের পর, বসরা কর্মকর্তারা স্থানীয় সময় রাত ৯টায় কারফিউ জারি করেন।

ইরাকের প্রাক্তন প্রভাবশালী নেতা সাদ্দাম হোসেনের পতনের পর থেকে দেশটির শিয়া সংখ্যাগরিষ্ঠদের সাথে নিজেদের সম্পর্ক জোরদার করেছে ওই অঞ্চলের প্রধান শিয়া দেশ ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বাহরাম কাসেমি কনসালেটে আগুন দেওয়ার ঘটনার নিন্দা জানিয়ে বলেন, ‘এই ক্রোধোন্মত্ত হামলার ফলে মালামালের যথেষ্ট ক্ষতি হয়েছে।’

ইরানের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, কনসালেট ভবনে আগুন দেওয়ার আগেই সেখানকার কর্মকর্তা-কর্মচারীরা বের হয়ে যেতে সক্ষম হন। ফলে কনসালেটের কেউ হতাহত হননি। তথ্য : বিবিসি

বিডি২৪লাইভ/এএআই

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: