নেতার মাইক কেড়ে নিয়ে রওশনের গান!

প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০১৮, ০৮:৩৮ এএম

সংসদের বিরোধী দল জাতীয় পার্টি শনিবার (৮ সেপ্টেম্বর) যৌথসভা করেছে। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জাপা আয়োজিত এই সভা হয়।

যৌথসভায় বিভাগীয় এবং জেলা পর্যায়ের তৃণমূল নেতারা বক্তব্য দেয়ার সুযোগ পান। কিন্তু, যৌথসভা শেষ হবার ১০ মিনিট আগে পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ ঘটিয়ে বসেন এক চমকপ্রদ ঘটনা।

সে সময়ে যৌথসভার মঞ্চে বরিশাল মহানগর জাতীয় পার্টির সভাপতি গোলাম মুর্তুজা বক্তব্য দিচ্ছিলেন। হঠাৎ চেয়ার থেকে উঠে এসে তার পাশে দাঁড়ান রওশন এরশাদ।

তিনি মঞ্চের কোনায় মাইক্রোফোন ডায়াসের কাছে আসার আগেই পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বারবার চেয়ার থেকে উঠে তৃণমূল নেতাদের সরে যাওয়ার ইঙ্গিত দিতে থাকেন।

এরই এক ফাঁকে পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বরিশালের নেতা গোলাম মুর্তুজার মাইক্রোফোন কেড়ে নিয়ে রওশন এরশাদকে বক্তব্য দিতে দেন।

কিন্তু, রওশন এরশাদ মাইক্রোফোন ধরেই গান শুরু করে দেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের রণসঙ্গীত চল চল চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল... গাওয়া শুরু করেন। পরে তিনি এই সঙ্গীতের মর্মার্থ ব্যাখ্যা করেন।

এর আগে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের অনুকরণ করে নতুন স্লোগান দেন সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। বঙ্গবন্ধু বলেছিলেন, ‘এবারের সংগ্রাম মু্ক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’। আর রওশন বলেছেন, ‘এবারের সংগ্রাম আমাদের ক্ষমতায় যাওয়ার সংগ্রাম। এবারের সংগ্রাম জনগণের ভাগ্যের পরিবর্তনের সংগ্রাম।’

এরশাদপত্নী মনে করেন, আগামী নির্বাচনে জিততে হলে জনগণকে তাদের আমলের উন্নয়নের চিত্র সম্পর্কে অবহিত করতে হবে।

‘জনগণ জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখেছে ২৮-২৯ বছর আগে। এর মাঝখানে আমরা আর ক্ষমতায় যেতে পারিনি। তবে আমি মনে করছি এবার আমাদের সামনে ভালো একটি সুযোগ এসেছে।’

‘আমরা যদি পার্টিকে সংগঠিত করতে পরি এবং জনগণকে আমাদের উন্নয়ন চিত্র দেখাতে পারি তাহলে ইনশল্লাহ আগামীতে ক্ষমতায় যেতে পারব।’

১৯৯০ সালে জাতীয় পার্টি ক্ষমতা ছাড়ার পর দেশে সে রকম উন্নয়ন হয়নি বলে দাবি করেন রওশন। বলেন, ‘জাতীয় পার্টি যে উন্নয়ন করেছে একটা একটা করে সাত দিন বললেও শেষ হবে না। আমাদের উন্নয়নগুলো জাতীকে জানাতে হবে।’

যৌথসভায় পার্টির চেয়ারম্যান এরশাদ বলেন, ‘পার্টিকে ক্ষমতায় দেখা আমার একমাত্র শেষ ইচ্ছা। মৃত্যুর আগে জাতীয় পার্টিকে ক্ষমতায় এনে দিবা তোমরা (তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে)। এটাই আমার শেষ ইচ্ছে।’

বিডি২৪লাইভ/ওয়াইএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: