টেলিভিশনে কথা বলতে বলতেই মারা গেলেন তিনি!

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০১৮, ১২:৫৯ এএম

টেলিভিশনের লাইভ প্রোগ্রামে কথা বলতে বলতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন এক অধ্যাপিকা। ড. রিতা জিতেন্দ্র জম্মু-কাশ্মীরের শিল্প, সংস্কৃতি ও ভাষা একাডেমির সাবেক সেক্রেটারি ছিলেন। সোমবার (১০ সেপ্টেম্বর) সকালে ভারতের ব্রডকাস্টিং টেলিভিশন নেটওয়ার্ক দূরদর্শনের শ্রীনগর স্টেশন ডিডি কাশির’র লাইভ প্রোগ্রাম ‘গুড মর্নিং জেকে’তে কথা বলার সময় মারা যান তিনি।

এ বিষয়ে ডিডি’র সাবেক ডিরেক্টর শবির মুজাহিদ বলেন, স্টুডিওতে অসুস্থ হয়ে পড়ার অনেক ঘটনাই আছে। কিন্তু লাইভ প্রোগ্রামে স্টুডিওতেই মারার যাওয়ার ঘটনা এটিই প্রথম।

জানা যায়, কথা বলার সময় হৃদরোগে আক্রান্ত হন রিতা। দ্রুতই তাকে হাসপাতালে নেয়া হয় এবং সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয়।

বিডি২৪লাইভ/এইচকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: