৪০তম বিসিএস সার্কুলারের বিপক্ষে ঢাবিতে বিক্ষোভ

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০১৮, ০১:৩৩ পিএম

সরকারি চাকরিতে বিদ্যমান কোটা সংস্কারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবারও বিক্ষোভ করছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ সময় তারা ‘৪০তম বিসিএস এর সার্কুলার মানি না’ বলে স্লোগান দেয়। কোটা সংস্কার ছাড়া বিসিএস সার্কুলার ছাত্রসমাজ বয়কট করবে বলে হুশিয়ারি দেয়া হয়।

আজ বুধবার (১২ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় সাইন্স লাইব্রেরি থেকে এই বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ মিছিলটি টিএসসি হয়ে শাহবাগে পাবলিক লাইব্রেরিতে কিছুক্ষণের জন্য অবস্থান করে। পরে মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জমায়েত হয়ে স্লোগান দিতে থাকে।

এ সময় তারা সরকারের কাছে তিনটি দাবি জানায়। দাবিগুলো হলো- ৫ দফার আলোকে যৌক্তিক কোটা সংস্কার করে প্রজ্ঞাপন, সকল মিথ্যা মামলা প্রত্যাহার এবং আন্দোলনে হামলাকারীদের উপযুক্ত বিচারের দাবি।

এর আগে গতকাল মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে ৪০তম বিসিএসের সার্কুলারের আগে কোটা পদ্ধতির সংস্কার দাবি করে। অন্যদিকে সংবাদ সম্মেলনের কয়েক ঘণ্টা পর কোটা পদ্ধতি বহাল রেখে ৪০তম বিসিএস এর সার্কুলার দেয় পিএসসি।

বিডি২৪লাইভ/এমআর

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: