গঠিত হচ্ছে ৩ ঘন্টার মধ্যে গুজব সনাক্তকরণ সেল

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০১৮, ০১:৫২ পিএম

সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো রোধে গুজব সনাক্তকরণ ও নিরসন কেন্দ্র গঠন করতে যাচ্ছে সরকার। চলতি মাসের শেষের দিকে এ সেল গঠন করা হবে বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম।

বুধবার (১২ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ তথ্য জানান।

তিনি জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোর ৩ ঘন্টার মধ্যে গণমাধ্যমকে জানানো হবে। এজন্য গুজব সনাক্তকরণ ও নিরসন কেন্দ্র সেল কাজ করবে। প্রতিটি টিমে ৭ জন করে লোকবল থাকবে, তারা তিন শিফটে কাজ করবে।

প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনের আগে সামাজিক যোগাযোগ মাধ্যম একটা গুজবের কারখানা তৈরি হয়। এই মাধ্যমের প্রতি আসক্তের কারণে একটি প্রজন্ম যাই আসুক সত্য বলে ধরে নেয়। আমরা সিদ্ধান্ত নিয়েছি, তথ্য মন্ত্রণালয়ের পিআইডিতে, প্রয়োজন হলে নিমকোতে বেশ কিছু তরুণ লোকবল আছে, তাদেরকে ইনক্লুড করে একটি টিম করবো যারা ২৪ ঘণ্টা সোশ্যাল মিডিয়া দেখতে থাকবে।

তিনি বলেন, সোশ্যাল মিডিয়াতে যে সংবাদগুলো গুজব সেগুলো চিহ্নিত করা এবং সকল সরকারি-বেসরকারি টিভি চ্যানেল, রেডিও এবং সকল সংবাদ মাধ্যমে তিন ঘণ্টার মধ্যে লিখিতভাবে স্বপ্রণোদিত হয়ে পিআইডি থেকে প্রেসনোট যাবে যে, এই সংবাদগুলো গুজব, ভিত্তিহীন এবং অসত্য।

সরকার বিশ্বাস করে এর মাধ্যমে, তথ্য ভিত্তিক তথ্য যেমন প্রতিষ্ঠিত হবে। অনেক সময় আপনাদের লোগোগুলো অনৈতিকভাবে ব্যবহার করে গুজব ছড়ানো হচ্ছে বলে জানান তারানা হালিম।

প্রতিমন্ত্রী বলেন, বিএনপি-জমামায়াতের লন্ডনভিত্তিক একটি সেল আছে এবং তিনশরও বেশি পেজ কিন্তু জামায়াতের, তারা খুব অ্যাক্টিভ এবং তারা প্রবলভাবে স্পন্সরড তাদের পেজগুলো। নির্বাচনের আগেও কিন্তু এই প্রবণতাটা বেড়ে যাবে, মিথ্যা, অসত্য গুজব- এই প্রচারণা। কাজেই আমাদের দায়িত্ব হচ্ছে বাকরোধ বা কণ্ঠরোধ করা নয়।

আমাদের দায়িত্ব হচ্ছে কোনটি অসত্য সেটি তুলে ধরা। সে কাজ করার জন্য সেলটি গঠন করা হবে। সেলের একটি নম্বর দেওয়া থাকবে বলেও জানান প্রতিমন্ত্রী।

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, কোনটি গুজব কোনটি নয়, সেটি আইন-শৃঙ্খলা বাহিনী, সরকার সকলের সাথে জেনে, ঘটনাস্থল এগুলোর মাধ্যমে জেনে আপনাদের তথ্য জানাবো।

বিডি২৪লাইভ/এএইচ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: