অন্ধ, তবু দেখতে পান কুরআনের আয়াত!

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০১৮, ০৫:২২ পিএম

কারবালার বাসিন্দা ৫৩ বছরের দৃষ্টি প্রতিবন্ধী হুসাইন সারহান ইয়াসারী। অন্ধ হওয়া সত্ত্বেও তিনি শুধুমাত্র পবিত্র কুরআনের শব্দসমূহ দেখতে পান এবং কোন বাধ্যবাধকতা ছাড়াই তিনি কুরআনের আয়াতসমূহ তিলাওয়াত করতে পারেন। কুরআনের আয়াতসমূহ ছাড়া অন্য কিছুই দেখতে পাননা তিনি।

২০০৪ সাল থেকে হুসাইন সারহান ধীরে ধীরে তার দৃষ্টিশক্তি হারাতে থাকেন এবং মাত্র কয়েক মাসের মধ্যে সম্পূর্ণ দৃষ্টিহীন হয়ে যান।

হুসাইন সারহান ইয়াসারী তার এই অলৌকিক ক্ষমতা সম্পর্কে বলেন, ‘কুরআন তিলাওয়াতের আহকাম শেখার ক্ষেত্রে অন্ধত্ব তার কোন বাধার কারণ হয়নি।’

তিনি বর্তমানে কারবালায় ইমাম মাহদি (আ.) কুরআনিক ইন্সটিটিউটের সাথে সংশ্লিষ্ট একটি দারুল কুরআনের পরিচালক হিসেবে নিয়োজিত রয়েছেন। তিনি কারবালার পশ্চিমাঞ্চলের আল-হুর্র আস-সাগির অঞ্চলে পবিত্র কুরআনের দক্ষ শিক্ষক হিসেবে খ্যাতি অর্জন করেছেন।


বিডি২৪লাইভ/এইচকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: