ভিজিএফের চালসহ ব্যবসায়ী আটক

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০১৮, ০৬:৪৬ পিএম

শেরপুরের নকলায় অতি দরিদ্রদের জন্য সামাজিক নিরাপত্তাবেষ্টনী কার্যক্রম ভলনারেবল গ্রুপ ফিডিং (ভিজিএফ) কর্মসূচির ৫১০ বস্তা ভিজিএফের চালসহ আমির উদ্দিন (৪৮) নামে এক চাল ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪। আটককৃত আমীর উদ্দিন উপজেলার ইশিবপুর গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে।

বুধবার (১২ সেপ্টেম্বর) দুপুরে নকলা উপজেলা শহরের উত্তর বাজারে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান র‌্যাব-১৪ কর্মকর্তা সিনিয়র এএসপি হাফিজুল ইসলাম ও তার সঙ্গীয় ফোর্স।

র‌্যাব-১৪ কর্মকর্তা সিনিয়র এএসপি হাফিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, হত দরিদ্রদের ভিজিএফ এর চাল পাচারের জন্য একটি গোদামে মজুদ করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪ এর একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় ৫১০ বস্তা চালসহ গোদামটির মালিক আমির উদ্দিনকে হাতে নাতে আটক করা হয়। এ বিষয়ে নকলা থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বিডি২৪লাইভ/এমকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: