পাকিস্তানে নিষিদ্ধ পনির, বিলাসী ফল, গাড়ি ও স্মার্টফোন!

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০১৮, ০৭:৩৪ পিএম

ক্ষমতায় আসার পর থেকেই প্রধানমন্ত্রী ইমরান খান বারবার দাবি করছেন যে পাকিস্তান ঋণের বোঝায় আক্রান্ত। আর সেই ঋণ থেকে মুক্তি পেতে নানা উপায় খুঁজে বের করছেন তিনি। এরই ধারাবাহিকতায় এবার পাকিস্তানে নিষিদ্ধ হতে যাচ্ছে পনির, বিলাসী ফল, গাড়ি ও স্মার্টফোন।

রয়টার্সের এক খবরে জানানো হয়েছে এমনটাই। খবরে বলা হয়েছে, পাকিস্তানের ইকোনমিক অ্যাডভাইজরি কাউন্সিল এক আলোচনায় সিদ্ধান্ত নিয়েছে যে, বিভিন্ন বিলাসবহুল জিনিসের আমদানি বন্ধ করা হবে পাকিস্তানে। এসব জিনিসের তালিকায় রয়েছে পনির, বিলাসী ফল, গাড়ি ও স্মার্টফোন।

আচমকা এমন সিদ্ধান্তে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে পাকিস্তানে। ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে দেশজুড়ে। ওমর কুরেশি নামে এক নাগরিক রীতিমতো হিসাব কষে দেখিয়েছেন, পাকিস্তানের ২০১৭-১৮ অর্থবছরের বাণিজ্য ঘাটতির পরিমাণ ৩৭.৭ বিলিয়ন ডলার।

আর পাকিস্তানের মোট পনির আমদানি হয় ১৩ মিলিয়ন ডলারের, যা নাকি ঘাটতির তুলনায় মাত্র ০.০৩৪৪ শতাংশ।

বিডি২৪লাইভ/এইচকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: