চীন থেকে কলকাতা হয়ে বাংলাদেশে বুলেট ট্রেন?

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০১৮, ০৮:২৪ পিএম

চীনের কুনমিং থেকে ভারতের কলকাতা পর্যন্ত বুলেট ট্রেন সেবা চালু করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে চীন যা বাংলাদেশ হয়ে মিয়ানমার পর্যন্ত যাবে। কলকাতায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মা ঝানউ বুধবার (১৩ সেপ্টেম্বর) এই পরিকল্পনার কথা জানান।

রাষ্ট্রদূত জানান ভারত এবং চীনের যৌথ উদ্যোগে এই রেল পরিষেবা চালু করতে চায় তার দেশ।

তিনি বলেন, এই রেল চালু হলে মাত্র কয়েক ঘণ্টার মধ্যে কলকাতা থেকে কুমিং পৌঁছে যাওয়া যাবে।

তিনি আরও বলেন, এই রেল পথ চালু হলে সুবিধা হবে সবার। লাভবান হবে মায়ানমার এবং বাংলাদেশও। তিনি জানান, এই ২ হাজার ৮০০ কিমি রেল পথকে কেন্দ্র করে শিল্পায়নের সম্ভবনাও বাস্তবায়িত হবে।

বিডি২৪লাইভ/এসএস

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: