শাহজালাল বিমানবন্দরে ১৩ কেজি স্বর্ণ উদ্ধার, আটক ১

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০১৮, ১০:১৩ এএম

রিজেন্ট এয়ারওয়েজের সিংগাপুর থেকে আসা এক যাত্রীর কাছে থেকে প্রায় ১৩ কেজি ওজনের স্বর্ণ উদ্ধার করেছেন জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) সদস্যরা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ওই এই স্বর্ণ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণ কাস্টমস হাউসের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়।

শনিবার (১৫ সেপ্টেম্বর) রাতে এই স্বর্ণ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার অথেলো চৌধুরী জানান, আটক হওয়া স্বর্ণ সবই গয়না। এগুলো গণনা শেষে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

গোয়েন্দা সংস্থার সূত্র মত, স্বর্ণ পাচারের গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার (১৫ সেপ্টেম্বর) রাতে রিজেন্ট এয়ারওয়েজের সিংগাপুর থেকে আসা ফ্লাইটে নজর রাখা হচ্ছিল। সন্দেহ হলে ওই ফ্লাইটের যাত্রী শাহাদাত হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে প্রায় ১৩ কেজি ওজনের স্বর্ণ উদ্ধার করা হয়।

বিডি২৪লাইভ/এএইচ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: