মাটি খুঁড়তেই লাখপতি কৃষক!

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০১৮, ১১:৪৫ এএম

প্রকাশ শর্মা। পেশায় একজন কৃষক। দুই বছর ধরে একটি মাঠে খোঁড়ার কাজ করছিলেন তিনি। গত শুক্রবার যখন তিনি মাটি খুঁড়ছিলেন তখন একটি হীরা খুঁজে পান। হীরাটির মূল্য প্রায় ৩০ লাখ টাকা বলে জানানো হয়েছে। 

ভারতের মধ্যপ্রদেশের পান্না জেলায় এ ঘটনাটি ঘটেছে। 

মাটি খুঁড়তেই বদলে গেল কৃষক প্রকাশ শর্মার ভাগ্য। সারাদিন পরিশ্রম করা হতভাগ্য মানুষটা হঠাৎ করেই হয়ে গেলেন লাখপতি।

স্থানীয় এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন, কৃষক প্রকাশ শর্মার পাওয়া ওই হীরাটি পরীক্ষা করে দেখা হয়েছে। হীরাটি ১২.৫৮ ক্যারেটের। যথেষ্ট ভাল অবস্থায় রয়েছে হীরাটি। এরপর হীরাটি নিলামে তোলা হয়। সেখানে হীরাটির দাম ওঠে ৩০ লাখ টাকা। 

তিনি আরও জানান, নিলামের ১১ শতাংশ টাকা সরকারকে দিতে হয়েছে। হীরা পাওয়ার পরেই বদলে গিয়েছে প্রকাশের ভাগ্যের চাকা।

এ ব্যাপারে প্রকাশ শর্মার জানিয়েছেন, নিলাম বাবদ পাওয়া টাকা তিনি ব্যবসা ও কৃষি কাজের জন্য ব্যয় করবেন।

বিডি২৪লাইভ/টিএএফ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: