পাকিস্তানকে অল্প রানের টার্গেট দিল হংকং

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০১৮, ০৮:১৫ পিএম

পাকিস্তানের দুর্দান্ত বোলিং আক্রমণভাগের কাছে দাঁড়াতে পারবেনা হংকং-এমনটা অনুমিতই ছিল। মাঠে সেটাই অনুবাদ করে দেখিয়েছেন সরফরাজের সেনানীরা। ফলে ১১৬ রানেই গুটিয়ে গেছে হংকং এর ইনিংস। সর্বোচ্চ ২৭ রানের ইনিংস এসেছে আইজাজ খানের ব্যাট থেকে। ১৯ রানে ৩ উইকেট তুলে নিয়েছেন উসমান খান। এছাড়া শাদাব ও হাসান আলি নিয়েছেন দুইটি করে উইকেট।

বোলারদের নিয়ন্ত্রিত বোলিং আক্রমণে শুরু থেকেই চাপের মুখে ছিল হংকং। টপ অর্ডারে নিয়মিত বিরতিতে উইকেট পড়ায় ব্যাটিং বিপর্যয়ে পড়ে দুর্বল দলটি। এর আগে টস জিতে পাকিস্তানের বিপক্ষে ব্যাট করার সিদ্ধান্ত নেয় তারা।

শুরুতে ভালো ইঙ্গিত দিলেও দলীয় ১৭ রানের মাথায় রান আউট হন ওপেনার নিজাকাত খান। করেছেন ১১ বলে ১৩ রান। এরপরই বিপর্যয়ের শুরু। নিয়মিত বিরতিতে উইকেট পড়েছে হংকংয়ের। অধিনায়ক অংশুমান রাঠ ভালো শুরু করলেও ব্যক্তিগত ১৯ রানে তাকে ফিরিয়ে দেন পেসার ফাহিম আশরাফ। এরপর ক্রিস্টোফার কার্টার ফিরেছেন হাসান আলির বলে। করতে পেরেছেন মাত্র ২ রান। এরপরই শাদাব খানের স্পিন ম্যাজিকে প্যাভিলিয়নে ফিরেছেন বাবর হায়াত ও এহসান খান।

পরে বেশ খানিকটা প্রতিরোধ গড়ে তোলেন আইজাজ খান ও কিঞ্চিত শাহ। দুজনের ৫৩ রানের জুটি ভাঙ্গে দলীয় ৯৭ রানে। আইজাজকে বোল্ড করেন উসমান খান। এরপর ২৬ রান করা কিঞ্চিতের পতন হলে, দ্রুত গুটিয়ে যায় হংকংয়ের ইনিংস। ১১৭ রানের লক্ষ্যে ব্যাট করবে পাকিস্তান।

সংক্ষিপ্ত স্কোর: হংকং ১১৬ (৩৭.১ ওভারে)
আইজাজ ২৭, কিঞ্চিত ২৬, অংশুমান রাঠ ১৯
উসমান ৩/১৯, শাদাব ২/৩১, ২/১৯

দুইদলের একাদশ:

পাকিস্তান: ফখর জামান, ইমাম উল হক, বাবর আজম, শোয়েব মালিক, সরফরাজ আহমেদ (অধিনায়ক), আসিফ আলি, শাদাব খান, ফাহিম আশরাফ, মোহাম্মাদ আমির, হাসান আলি ও উসমান খান।

হংকং: নিজাকাত খান, অংশুমান রাঠ (অধিনায়ক), বাবর হায়াত, কেডি শাহ, ক্রিস্টোফার কার্টার, এহসান খান, আইজাজ খান, ম্যাককেনি, তানবির আফজাল, নাদিম আহমেদ।

বিডি২৪লাইভ/এএআই

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: