১২ কোটি টাকার সিগারেট জব্দ!

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০১৮, ০৮:৪৮ পিএম

বাংলাদেশ কাস্টমস হাউজের একটি দল অনুমোদনহীন সিগারেট ও কসমেটিকসের কিছু পণ্য জব্দ করেছে। যার বর্তমান বাজার মূল্য প্রায় ১২ কোটি টাকা।

রোববার (১৬ সেপ্টেম্বর) শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর কমলাপুরের কাস্টমসের একটি টিম পণ্যগুলো জব্দ করে। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর গণমাধ্যমকে এক সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য জানান। 

সংবাদ বিজ্ঞতিতে বলা হয়, চট্টগ্রামের এআর করপোরেশন লিমিটেডের আমদানি করা বিভিন্ন ধরনের সিগারেট ও কসমেটিকস পণ্যের চালানের খালাস স্থগিত করে পরীক্ষা করে অনুমোদনহীন বিপুল পরিমাণ সিগারেট ও কসমেটিকস পণ্য পাওয়া যায়। এর মধ্যে সিগারেটের আনুমানিক বাজার মূল্য ১১ কোটি ৮০ লাখ টাকা।

তবে কসমেটিকের বর্তমান বাজার মূল্য এখনো জানা যায়নি। চট্টগ্রাম থেকে আসা পণ্যগুলো খালাসের এজেন্ট ছিলেন সারওয়ার অ্যান্ড ব্রাদার্স লিমিটেড।

বিডি২৪লাইভ/এএফ/এসএস

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: