পায়ুপথ থেকে যেভাবে উদ্ধার হলো ৪০ লাখ টাকার স্বর্ণ

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০১৮, ০৫:১৬ পিএম

ভার‌তে পাচারের সময় বেনাপোল চেকপোস্ট থেকে মাসুদুর রহমান নামে এক পাসপোর্টযাত্রীকে ৮ পিস স্বর্ণের বারসহ আটক করেছে কাস্টমস শুল্ক গোয়েন্দারা।

মঙ্গলবার (১৮ সে‌প্টেম্বর) সকাল ৯ টার দি‌কে কাস্টমস ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষ করে ভারত যাওয়ার সময় তাকে বহির্গমন থেকে তাকে আটক করে।
আটক মাসুদ কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার চাঁদের হাট গ্রামের আদুল খালেকের ছেলে। তার পাসপোর্ট নং-বিএইচ-০৮৭১৩৭০।

কাস্টমস শুল্ক গোয়েন্দার সহকারী পরিচালক নিপুন চাকমা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জান‌তে পে‌রে, ভারতে পাচারকারী পাসেপোর্ট যাত্রী মাসুদকে বেনাপোল চেকপোস্ট কাস্টমস গেট থেকে আটক করা হয়। পরে তাকে জুস ও পানি পান করায়ে তার পায়ুপথ থেকে ৮ পিস স্বর্ণ উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৪০ লাখ টাকা।

আটক আসামিকে স্বর্ণ চোরাচালান মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বিডি২৪লাইভ/এমকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: