নিরাপদ সড়ক নিশ্চিতকরণে শিক্ষার্থীদের শপথ

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০১৮, ১২:৫১ এএম

নিরাপদ সড়ক নিশ্চিতকরণে শপথ নিয়েছে নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থী। নিরাপদ সড়ক নিশ্চিতকরণে আমাদের দায়িত্ব এবং করণীয় বিষয়ে শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক তন্ময় দাস।

মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয়ের মাঠে শিক্ষার্থীদের একসাথ করে তাদের হাতে লিফলেট তুলে দেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো.আরিফুল ইসলাম সরদার।

পরে শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করিয়ে নিরাপদ সড়ক নিশ্চিত করণে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জেলা প্রশাসক তন্ময় দাস।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা শিক্ষা অফিসার মো.গিয়াস উদ্দিন পাটোয়ারী, নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জান্নাতুল তাজেরীন।

পর্যায়ক্রমে জেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে নিরাপদ সড়ক নিশ্চিত করতে লিফলেট বিতরণসহ বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানান জেলা প্রশাসক।

বিডি২৪লাইভ/এইচকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: