গভীর রাতে মেয়েকে বিয়ে দিতে বরের বাড়ি, এরপর...

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০১৮, ০২:২৮ পিএম

রাজশাহীর বাঘা উপজেলায় নিজের বাড়িতে বিয়ে দিতে না পেরে বরের বাড়িতে মেয়েকে নিয়ে যায় তার পরিবার। মেয়েটির পরিবারের উদ্দেশ্য ছিল, গভীর রাতে অত্যন্ত চুপিসারে বিয়ের কাজটি সেরে ফেলা। কিন্তু, তাতেও শেষ রক্ষা হয়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সে বিয়েও ভেঙে দিয়েছেন।

জানা গেছে, মেয়েটির নাম- মিম খাতুন (১৫)। সে বাগাতিপাড়া উপজেলার জামনগর ইউনিয়নের রহিমান পুর গ্রামের জয়নাল আলীর মেয়ে। কনে মিম খাতুন স্থানীয় একটি স্কুলের ৯ম শ্রেণির ছাত্রী।

অন্যদিকে, বরের নাম সোহান আলী (১৬)। সে বাঘা উপজেলার দিঘা গ্রামের নজরুল ইসলামের ছেলে।

স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, নিজেদের বাড়িতে মিমকে বিয়ে দিতে পারছিল না তার পরিবার। তাই তারা মেয়েটির নিয়ে হবু শ্বশুর নজরুল ইসলামের বাড়িতেই চলে যান। সেখানেই সোহান আলীর সঙ্গে মিমের বিয়ের প্রস্তুতি চলছিল।

মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) রাত দিবাগত রাত সাড়ে ১২টায় বিয়ের প্রস্তুতিকালে ছেলের বাড়িতে অভিযান চালিয়ে এই বিয়ে বন্ধ করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিন রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ফোর্স সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছে উভয় পরিবারের আত্মীয়দের আটক করেন তিনি। পরে তাদের (সোহান আলী ও মিম খাতুনকে) প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত বিয়ে দিতে পারবে না মর্মে মুচলেকা নিয়ে বাল্য বিবাহ বন্ধ করে দেন তিনি।

ইউএনও শাহিন রেজা আরও জানান, এছাড়া কাজী হানিফ মোল্লার বিয়ের রেজিস্ট্রির বই জব্দ করা হয়েছে। এর পাশাপাশি মাওলানা আতিকুর রহমানকে সতর্ক করে দেয়া হয়েছে বলেও জানান তিনি।

বিডি২৪লাইভ/টিএএফ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: