‘আমাকে বলা হয়েছে, খালেদা জামিন পাবেন না’

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০১৮, ০৩:৫৬ পিএম

বিএনপি একটি বিধ্বস্ত দল। আগামী নির্বাচনের আগে খালেদা জিয়ার জামিনের সম্ভাবনা নেই। আর আওয়ামী লীগের সংকট থাকলেও তা আমলে নেন না শেখ হাসিনা।

লবিস্ট নিয়োগ আর জাতিসংঘে দৌড়ঝাঁপ নিয়ে বিএনপি যখন আলোচনায় তখন বাংলাদেশের রাজনীতি ও নির্বাচন নিয়ে এমন মন্তব্য করেছেন বাংলাদেশ ও পাকিস্তানে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম।

সম্প্রতি ওয়াশিংটন ডিসিতে একাত্তর টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

উইলিয়াম বি মাইলাম বলেন, ‘বিএনপির দশা খারাপ। দলটির প্রধান জেলে। তিনি নির্বাচনের আগে জামিন পাবেন না। অন্য নেতাদের নামেও মামলা আছে। কেউ কেউ জেলে, কেউ পলাতক। বিধ্বস্ত একটা দল। গত নির্বাচনের আগের অবস্থার সাথে খুব বদল কিছু দেখতে পাচ্ছি না।’

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাকে বলা হয়েছে যে, জামিন পাবে না, কে বলেছে বলা যাবে না। আমি বলতে পারি, আমার মনে নেই।’

তিনি বলেন, ‘আগের বার আমি বলেছিলাম বিএনপি মৃত প্রায়। বুঝেছিলাম, আহত। এখন আরও বিধ্বস্ত, শেষ হওয়ার পথে কিন্তু মরে গেছে, তা বলতে চাই না। আর তিন বছরের আগের চেয়ে আওয়ামী লীগে বিভক্তি বেড়েছে। দলের ভেতর ক্ষমতার জন্য দ্বন্দ্ব প্রকট। নিশ্চিত করে বলতে পারব বা না কে কি চায়, কোথায় ভাঙন। কারণ, বাংলাদেশের রাজনীতিতে এগুলো স্বাভাবিক বলে মনে করি।’

তিনি আরও বলেন, ‘আমি তো প্রায়ই আওয়ামী লীগের বিভক্তির আলাপ শুনি, গুজব মনে হয় না। তবে এগুলো শেখ হাসিনাকে প্রভাবিত করে না।’

বিডি২৪লাইভ/এসএইচআর/এমআর

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: