শিক্ষকের পিটুনিতে শিক্ষার্থী অজ্ঞান 

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০১৮, ০৬:৪০ পিএম

ময়মনসিংহের গফরগাঁওয়ে খাতা না আনার অপরাধে নবম শ্রেণির সাদিয়া নওশিন চৈতি নামে এক শিক্ষার্থীকে বেদড়ক পিটুনি দেয় শিক্ষক। এতে শ্রেণি কক্ষেই অজ্ঞান হয়ে পড়ে ওই শিক্ষার্থী। ঘটনাটি ঘটেছে আজ বুধবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে গফরগাঁও খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে।

খবর পেয়ে শিক্ষার্থীর স্বজন ও তার সহপাঠীরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম মফিজুল হক । 

&dquote;&dquote;

তিনি আরও জানান, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির কোচিং ক্লাস চলছিল। এ সময় খাতা না আনার অপরাধে নবম শ্রেণির শিক্ষার্থী সাদিয়া নওশিন চৈতিকে বেদড়ক পিটুনি দেয় সহকারী শিক্ষক মাহমুদুর রহমান। 

এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে অভিযুক্ত শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। 
 
বিডি২৪লাইভ/এমকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: