নারীদেহের ঘ্রাণই পুরুষকে আকর্ষণ করে!

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০১৮, ০৭:৩০ পিএম

নারীদের দেহের ঘ্রাণ পুরুষকে কতটা আকর্ষণ করে? একজন পুরুষ কিছু নারীর গায়ের ঘ্রাণে আকৃষ্ট হন। আবার অন্যদের গায়ের ঘ্রাণে আকর্ষিত হন না।

বিজ্ঞানীরা বেশ কিছু নারীর বগলের ঘ্রাণের নমুনা পরীক্ষা করেছেন বার্ন বিশ্ববিদ্যালয়ে। যেখানে কয়েকজন পুরুষকে ওই নমুনাগুলো শুঁকতে দেয়া হয়। প্রতিটি নতুমনা কতটা আকর্ষণীয় সে বিষয়ে নিজেদের মতামত জানান তারা। প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরেছে বিবিসি বাংলা।

প্রতিবেদনে আরও তুলে ধরা হয়, বিশেষ কয়েকজন নারী কেন অধিকাংশ পুরুষের কাছেই আকর্ষণীয়, তা বোঝার চেষ্টা করেছেন গবেষকরা। নারীদের হরমোনের মাত্রার ওপর এই আকর্ষণের বিষয়টি নির্ভর করে বলে ধারণা করছেন তারা। উঁচু মাত্রায় এস্ট্রাডিওল ও নিম্ন মাত্রায় প্রোগেস্টেরোনের কারণে এই আকর্ষণ তৈরি হয়।

বিজ্ঞানীরা বলছেন, এর মাধ্যমে বোঝা যায় যে ঘ্রাণের মাধ্যমে উর্বরতাও পরিমাপ করা সম্ভব।

বিডি২৪লাইভ/এইচকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: