ভিমরুলের কামড়ে শিশুর মৃত্যু 

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০১৮, ১২:৩০ পিএম

নাটোরের সিংড়ায় ভিমরুলের কামড়ে তামিম (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ সেপ্টেম্বর) বিকেলে বাড়ির পাশে জঙ্গলে খেলা করতে গিয়ে ভিমরুলে দংশন করে তামিমকে।
শনিবার (২২ সেপ্টেম্বর) সকালে তার মৃত্যু হয়। নিহত তামিম সিংড়া উপজেলার ডাহিয়া গাড়াবাড়ি গ্রামের আমজাদ হোসেনের ছেলে।

তামিমের পরিবার ও এলাকাবাসী সুত্রে জানা যায়, শুক্রবার বিকেলে সিংড়া উপজেলার ডাহিয়া গাড়াবাড়ি গ্রামের আমজাদ হোসেনের ৭ বছর বয়সী ছেলে তামিম বাড়ির পাশে খেলা করছিল। এ সময় সে জঙ্গলের একটি গাছের পাতা ছিড়তে গেলে ভিমরুলে কামড় দেয়। তাকে উদ্ধার করে স্থানীয় এক গ্রাম্য চিকিৎসকের চিকিৎসা দিয়ে তামিমকে বাড়ি নিয়ে যায় তার পরিবারের লোকজন। রাতভর যন্ত্রণায় ছটফট করে তামিম। পরে শনিবার ভোর রাতে তামিম মৃত্যুর কোলে ঢোলে পড়ে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল কালাম শিশু তামিমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এলাকায় ভিমরুলের সব চাক অপসরণের নির্দেশ দিয়েছেন তিনি।

বিডি২৪লাইভ/টিএএফ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: