শিশু দুটির পরিচয় খুঁজছে পুলিশ!

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০১৮, ০২:৪৯ পিএম

রাজধানীতে ঠিকানাহীন দুটি শিশু পাওয়া গেছে। যাদের পরিচয় বা আত্মীয় স্বজনকে খুঁজছে পুলিশ। যাদের এক জনের নাম ফারজানা (৮) এবং ইয়াছিন (৬) ঠিকানা কিছুই বলতে পারেনা।

গত ১৯ সেপ্টেম্বর শিশু ইয়াছিন ও ২০ সেপ্টেম্বর ফারজানাকে কুড়িয়ে পায় পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভিকটিম সাপোর্ট সেন্টার সূত্রে জানানো হয়, শিশু ইয়াছিন (৬), যার পিতার নাম ফারুক ও মাতার ডলি বলতে পারলেও ঠিকানা জানে না। গত ১৯ সেপ্টেম্বর বিকাল ৫ টায় গেন্ডারিয়া থানার আলি হাসপাতালের সামনে ছেলেটি কান্নাকাটি করতে দেখে মোঃ শহিদুল ইসলাম নামের এক ব্যক্তি ছেলেটিকে গেন্ডারিয়া থানায় হস্তান্তর করে। বর্তমানে সে নিরাপদ হেফাজতে ভিকটিম সার্পোট সেন্টারে রয়েছে।

অপরদিকে, ফারজানার বয়স ৮ বছর। পিতার নাম রফিজাল ইসলাম ও মাতা-ফাহিমা বলতে পারলেও নিজ ঠিকানা বলতে পারছে না শিশুটি। তাকে গত ২০ সেপ্টেম্বর রাত আনুমানি সাড়ে ১২ টার দিকে কুড়িয়ে পায় রমনা মডেল থানার এসআই আঃ কুদ্দুস। এরপর তাকে থানায় নিয়ে আসেন তিনি।

থানা পুলিশ জিজ্ঞাসাবাদ করলে সে নিজের ঠিকানা বলতে পারে না। ভিকটিমের নিরাপদ হেফাজতের জন্য ভিকটিম সার্পোট সেন্টারে রাখা হয়েছে।

কেউ যদি শিশু দু’টিকে চিনে থাকেন তাহলে তেজগাঁও থানা ভিকটিম সাপোর্ট সেন্টারে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছে ডিএমপি।

বিডি২৪লাইভ/এএইচ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: