আফগানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০১৮, ০৪:৫৫ পিএম

আবুধাবি স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাট করবে বাংলাদেশ। বাঁচা-মরার এই লড়াইয়ে আফগানদের হারানোর কোনো বিকল্প নেই বাংলাদেশের। এশিয়া কাপের ফাইনাল খেলতে হলে এ ম্যাচে অবশ্যই জিততে হবে টাইগারদের। পরপর দুই ম্যাচ হারার পর এই খেলায় জিতে টুর্নামেন্টে নিজেদের অবস্থান শক্ত করতে বদ্ধপরিকর বাংলাদেশ। অন্যদিকে পাকিস্তানের বিরুদ্ধে লড়াকু হারের পর এই ম্যাচে জয়ের বিকল্প নেই আফগানদেরও। আর টাইগারদের সামনে মূল চ্যালেঞ্জ হবে রশীদ খান ও মজিবের স্পিন আক্রমণ সামলানো। এদিকে মোসাদ্দেকের পরিবর্তে আজ মাঠে নামবেন েইমরুল কায়েস।রুবেল হোসেনের জায়গায় ওয়ানডেতে অভিষেক ম্যাচ খেলবেন স্পিনার নাজমুল ইসলাম।  

দুই দলের সম্ভাব্য একাদশ:

বাংলাদেশ: লিটন দাস, ইমরুল কায়েস, সাকিব আল হাসন, মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন, মাহমুদ উল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মেহেদি হাসান মিরাজ, রুবেল হোসেন, আবু হায়দার রনি।

আফগানিস্তান: মোহাম্মাদ শেহজাদ, ইহসানউল্লাহ, রহমত শাহ, হাশমত শাহিদি, গুলবাদিন নায়িব, আসগর আফগান (অধিনায়ক), মোহাম্মাদ নবী, শেনওয়ারি, রশিদ খান, আফতাব আলম, মুজিব উর রহমান।

বিডি২৪লাইভ/এএআই

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: