বিদেশী মদ পান করে যুবকের মৃত্যু

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০১৮, ০৮:৩৩ পিএম

সাতক্ষীরার পাটকেলঘাটায় বিদেশী মদ পান করে কামাল গাজী (২৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৪টার দিকে হাসপাতালে নেওয়ার সময়ে তিনি মারা যান বলে জানিয়েছে নিহতের পরিবার। কামাল গাজী শুকতিয়া গ্রামের আব্দুল গাজীর ছেলে।

স্থানীয়রা জানান, শনিবার রাতে একই গ্রামের খলিল সরদার ও সালাম গোলদার, কামাল গাজীকে ডেকে একটি মৎস্য ঘেরে নিয়ে যায়। এরপর, সেখানে তারা বিদেশী মদ পান করে। একটি পর্যায়ে রাত্র সাড়ে তিনটার দিকে কামাল গাজী হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে যায়। এ সময় সঙ্গে থাকা খলিল ও সালাম দ্রুত কামালকে বাড়ী নিয়ে আসে। পরিবারের সদস্যরা ভোর রাতে অসুস্থ অবস্থায় কামালকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের দায়িত্বরত ডাক্তার মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল ইসলাম বলেন, মৃতের মেডিকেল সার্টিফিকেটে উল্লেখ করা হয়েছে স্ট্রোকে জনিত কারণে সে মারা গেছে কিন্তু স্থানীয়দের দাবী, অতিরিক্ত মদ খাওয়ার ফলে তার মৃত্যু হয়েছে। 

তিনি আরও বলেন, অতিরিক্ত মদ পান করলে স্ট্রোকও হতে পারে এটা অস্বাভাবিক কিছু নয়। সঙ্গে থাকা দুই ব্যক্তির কাছ থেকে ঘটনা জানা হচ্ছে ও তদন্ত চলছে। পরবর্তীতে বিষয়টির সচ্ছতা পাওয়া যাবে।

বিডি২৪লাইভ/এমআর

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: