কুড়িল ফ্লাইওভারে উল্টে গেল কাভার্ডভ্যান

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০১৮, ০৫:১৭ পিএম

রাজধানীর কুড়িল উড়ালসেতুতে (ফ্লাইওভার) একটি কাভার্ড ভ্যান উল্টে একপাশে রেলিংয়ের উপর উঠে গেছে। সোমবার (২৪ সেপ্টেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে।

এ বিষয়ে জানতে চাইলে খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম আসাদুজ্জামান বলেন, কাভার্ড ভ্যানটি এয়ারপোর্টের দিকে যাচ্ছিল। এ সময় উল্টে যায় কাভার্ড ভ্যানটি।

ভ্যানটি উল্টে ফ্লাইওভারের একপাশে রেলিংয়ের উপর উঠে যাওয়ায় যান চলাচলে অসুবিধা হচ্ছে না।

গাড়ির ভেতরে মালামাল থাকায় এখনই তা সরানো সম্ভব হচ্ছে না। তবে, ক্রেনের সাহায্যে গাড়িটি দ্রুত সরানোর চেষ্টা চলছে।

অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করছেন কর্তব্যরত ট্রাফিক পুলিশ।

এ দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানা গেছে। দুঘর্টনার পরে কাভার্ড ভ্যানটির চালক পালিয়ে গেছেন।

বিডি২৪লাইভ/এইচকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: