নির্বাচনে পরাজয় মেনে নিলেন মালদ্বীপের প্রেসিডেন্ট

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০১৮, ০৫:৩৭ পিএম

মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচনে নিজের পরাজয় স্বীকার করে নিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট আব্দুল্লা ইয়েমেন। সোমবার (২৪ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন ঘোষিত ফলাফলে দেখা যায়, বিরোধীদলীয় নেতা ইব্রাহিম মোহাম্মদ সলিহ ৫৮.৩ শতাংশ ভোট পেয়েছেন। সেক্ষেত্রে মালদ্বীপের পরবর্তী প্রেসিডন্টে হিসেবে তিনিই দায়িত্ব নেবেন।
 
আল জাজিরা জানিয়েছে, ফলাফল ঘোষণার পর ইয়েমেনি পরাজয় স্বীকার করে বলেন, ‘গতকাল (২৩ সেপ্টেম্বর) মালদ্বীপের জনগণ তাদের সিদ্ধান্ত জানিয়েছে। আর আমিও এই ফলাফল মেনে নিয়েছি।’ 
 
দেশটির টেলিভিশনে প্রচারিত বক্তব্যে ইয়েমেনি আরো বলেন, ‘আমি আন্তরিকভাবে মালদ্বীপের জনগণের সেবা করেছি। সে সেবার ফলাফল পরিষ্কার। যারা আমার পক্ষে ভোট দিয়েছেন, তাদের আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।’ 
 
পাশাপাশি আবদুল্লা ইয়েমেনি বিরোধীদলীয় নেতা ও নির্বাচিত প্রেসিডেন্ট সলিহকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, ‘আমি প্রেসিডেন্টের কার্যালয়ে বিরোধীদলীয় নেতার সঙ্গে দেখা করেছি। তাকে ধন্যবাদ জানিয়েছি।’  সূত্র: আল জাজিরা

বিডি২৪লাইভ/এএআই

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: