আফগানদের বিপক্ষে দুর্দান্ত সূচনা ভারতের

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০১৮, ১১:০৬ পিএম

আফগানিস্তানের দেয়া ২৫৩ রানের লক্ষ্যে খেলতে নেমে দুর্দান্ত সূচনা করেছে ভারত। দুই ওপেনার লোকেশ রাহুল ও আমবাটি রাইডুর ওপেনিং জুটিতেই ১১০ রান আসে। এরপর দুই ওপেনার বিদায় নিলেও ভালো অবস্থানে রয়েছে ভারত। এই রিপোর্ট লেখা পর্যন্ত ২০.৩ ওভারে তাদের সংগ্রহ ২ উইকেটে ১২৭ রান। ক্রিজে রয়েছেন দিনেশ কার্তিক ও অধিনায়ক ধোনি।

এর আগে ওপেনার শেহজাদ ও মোহাম্মাদ নবীর দুর্দান্ত ব্যাটিংয়ের সুবাদে ২৫২ রানের বড় স্কোর গড়েছে আফগানিস্তান। শেহজাদের আক্রমণাত্নক ব্যাটিংয়ে দারুন শুরু করে আফগাস্তিান। অবশ্য অপর প্রান্তে কোনো ব্যাটসম্যানই ঠিকমত সঙ্গ দিতে পারেননি তাকে। বলতে গেলে একটা সময় ভারতীয় বোলারদের বিপক্ষে একাই লড়াই করেছেন তিনি। চার-ছয়ের পসরা সাজিয়ে ভারতীয় বোলারদের উপর রীতিমত আগ্রাসন চালিয়ে আদায় করেছেন নিজের ৫ম ওয়ানডে সেঞ্চুরি।

১১টি চার ও ৭টি ছক্কায় তার ইনিংস থেমেছে ১২৪ রানে। ১১৬ বলে এই রান করেন তিনি। এছাড়া ৫৬ বলে ৬৪ রানের আরেকটি দৃষ্টি নন্দন ইনিংস উপহার দিয়েছেন মোহাম্মাদ নবী। ৮২ রানে এক পর্যায়ে ৪ উইকেট হারানো আফগানদের ভিত্তি গড়ে তোলেন শেহজাদ ও নবী। শেহজাদ আউট হলেও নবীর অসাধারণ নৈপুণ্যে শেষ পর্যন্ত ৮ উইকেটে ২৫২ রানের ইনিংস দাঁড় করায় আফগানিস্তান। ভারতের পক্ষে ৪৬ রান দিয়ে ৩ উইকেটে লাভ করেছেন রবীন্দ্র জাদেজা। এছাড়া দুটি উইকেট পেয়েছেন কূলদীপ যাদব।

সংক্ষিপ্ত স্কোর: ভারত: ১২৭/২ (২০.৩ ওভারে)
রাহুল ৬০, রাইডু ৫৭
রশিদ ১/১২,

আফগানিস্তান: ২৫২/৮ (৫০ ওভারে)
শেহজাদ ১২৪, মোহাম্মাদ নবী ৬৪
জাদেজা ৩/৪৬

দুই দলের একাদশ:

ভারত: ধোনি (অধিনায়ক), লোকেশ রাহুল, দিনেশ কার্তিক, আমবাটি রাইডু, মণীষ পান্ডে, কেদার যাদব, রবীন্দ্র জাদেজা, কুলদিপ যাদব, সিদ্ধার্থ কাউল, খলিল আহমেদ, দিপক চাহার।

আফগানিস্তান: মোহাম্মদ শেহজাদ, জাভেদ আহমেদি, রহমত শাহ, হাসমতউল্লাহ শাহেদি, আসগর আফগান, মোহাম্মদ নবী, নাজিবুল্লাহ জাদরান, গুলবাদিন নাইব, রশিদ খান, আফতাব আলম, মুজিব উর রহমান।

বিডি২৪লাইভ/এএআই

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: