হাইভোল্টেজ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০১৮, ০৪:৫৯ পিএম

এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। অঘোষিত এই সেমিফাইনালে জয়ের জন্য মরিয়া দুই দলই। ভারতের বিপক্ষে ফাইনাল খেলার জন্য আজ জয়ের বিকল্প নেই টাইগারদের সামনে। গত ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জয়ের আত্নবিশ্বাস নিয়েই খেলবে বাংলাদেশ। অন্যদিকে ভারতের কাছে শোচনীয় পরাজয়ের পর বাংলাদেশকে হারিয়েই ফাইনালে যেতে চাইবে পাকিস্তান।

দুই দলের সম্ভাব্য একাদশ:

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস, সৌম্য সরকার/নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিঠুন, ইমরুল কায়েস, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা, মোস্তাফিজুর রহমান, নাজমুল ইসলাম অপু।

পাকিস্তান সম্ভাব্য একাদশ: সরফরাজ আহমেদ, শোয়েব মালিক, আসিফ আলী, ইমাম উল হক, ফখর জামান, বাবর আজম,শাদাব খান, মোহাম্মদ নাওয়াজ, হাসান আলী, মোহাম্মদ আমির, শাহিন শাহ আফ্রিদি।

বিডি২৪লাইভ/এএআই

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: