সন্ধান মিলল ৪০০ বছর আগে ডুবে যাওয়া জাহাজের

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০১৮, ০৮:১৪ পিএম

৪০০ বছর আগে পানির নিচে তলিয়ে যাওয়া জাহাজের সন্ধান মিলেছে। পর্তুগালের সমুদ্র উপকূলজুড়ে তল্লাশি চালানোর সময় প্রত্নতত্ত্ববিদরা এ জাহাজের সন্ধান পায়। লিসবনের কাছে ডুবে গিয়েছিল জাহাজটি।

প্রজেক্ট ডিরেক্টর জর্জ ফ্রিরে বলেন, হেরিটেজের মূল্য অনুযায়ী, এটাই এই দশকের সেরা আবিষ্কার।

&dquote;&dquote;সমুদ্রের ৪০ ফুট গভীর থেকে পাওয়া গিয়েছে জাহাজটি। এটির নাম শিপ রেক। তাতে পাওয়া গিয়েছে প্রচুর মসলা। এছাড়া রয়েছে ন’টি ব্রোনজের কামান, চিনা সেরামিক এবং বিশেষ ধরনের মুদ্রা। জিনিসগুলো অক্ষত অবস্থাতেই রয়েছে বলে জানান প্রত্নতত্ত্ববিদরা।

&dquote;&dquote;১৫৭৫ থেকে ১৬২৫-এর মধ্যে এটি ডুবে গিয়েছিল বলে অনুমান করা হচ্ছে। জানা যায়, ওই সময়েই ভারত ও পর্তুগালের মধ্যে মসলা ব্যবসার রমরমা ছিল।

এর আগে ১৯৯৪ সালে পর্তুগিজ জাহাজ Our Lady Of Martyrs উদ্ধার হয়।

বিডি২৪লাইভ/এইচকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: