বিমানেই মারা গেল ১১ মাসের শিশু

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০১৮, ০৯:১৬ পিএম

বিমানে অন্য যাত্রীদের মতোই স্বাভাবিক ছিল শিশু অর্নাভ ভার্মা। বাবা মায়ের সঙ্গে দোহা থেকে বিমানে ওঠে শিশুটি। বিমানে ওঠার পর বাবার পাশে বসে ছিল ভার্মা।

যুক্তরাষ্ট্রের পাসপোর্ট ছিল ভার্মার। তার বাবা অনিল ভার্মার ছিল ভারতীয় পাসপোর্ট। কাতার এয়ারওয়েজ ফ্লাইট এসআর৫০০'র যাত্রী ছিলেন তারা।

বিমানটি যখন মাঝ আকাশে পৌঁছায় তখন শ্বাসকষ্ট শুরু হয় ভার্মার। বুধবার (২৬ সেপ্টেম্বর) সকালে কাতার এয়ারওয়েজের একটি বিমানে দোহা থেকে হায়দরাবাদ যাচ্ছিল ওই শিশু।

এরপর হায়দরাবাদে নামার পরেই শিশুটিকে নিয়ে যাওয়া হয় হাসপাতলে। তাকে অ্যাপোলো মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন।

বিডি২৪লাইভ/এইচকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: