কলেজ শিক্ষার্থীর উপর হামলা, প্রতিবাদে সড়ক অবরোধ 

প্রকাশিত: ০৮ অক্টোবর ২০১৮, ০৯:৩৪ পিএম

উখিয়ায় সর্বোচ্চ বিদ্যাপিঠ উখিয়া কলেজের দুই শিক্ষার্থীর উপর হামলা চালিয়েছে দুষ্কৃতিকারীরা। সোমবার (৮ অক্টোবর) উখিয়ায় কলেজে আসার পথে দুই শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে উখিয়া-টেকনা সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে। ঘণ্টাব্যাপী অবরোধের কারণে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে দাবি মেনে নেওয়ার আশ্বাসে অবরোধ তুলে নেন বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা।

উখিয়া কলেজ ছাত্রলীগ সভাপতি সাইদুল আমিন টিপু বলেন, উখিয়া কলেজের দুই শিক্ষার্থী কলেজে আসার পথে পাবলিক বাসে ধুমপান না করার অনুরোধ করলে ধুমপানকারীরা ক্ষিপ্ত হয়ে দুই শিক্ষার্থীর উপর দফায় দফায় হামলা চালায় এবং এ হামলার প্রতিবাদে বেলা ১১টার দিকে শত শত শিক্ষার্থী ক্লাস বর্জন করে সড়কে অবস্থান নেন। এ সময় বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা সড়কের মাঝখানে আগুন জ্বালিয়ে দেয়। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

&dquote;&dquote;

হামলার শিকার আহত দুই শিক্ষাথী কফিল উদ্দিন পিতা মো: হোসেন ও রিয়াজ উদ্দিন পিতা জয়নাল উদ্দিনকে উখিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। 

প্রত্যক্ষদর্শী ও আহতদের ভাষ্যমতে, কলেজ শিক্ষার্থীদের হামলাকারীরা হলো বালুখালী এলাকার আমির হোসেনের ছেলে আবদুর রহিম বাবুল, মৃত আমির হোসেনের ছেলে হেলাল উদ্দিন, বদিউর রহমানের ছেলে সরওয়ার, আবু ছৈয়দের ছেলে লালু, আলী আহমদের ছেলে আলা উদ্দিন, সিরাজ মিয়া ছেলে মুন্না। হামলাকারী সবাই ইয়াবা কারবারে জড়িত বলেও জানিয়েছেন স্থানীয়রা।

&dquote;&dquote;

খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মো: নিকারুজ্জামান চৌধুরী রবিন ও ওসি (তদন্ত) একদল পুলিশ নিয়ে চিকিৎসাধীন আহত শিক্ষার্থীদের দেখে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। এ সময় তাঁদের কাছে কলেজ অধ্যক্ষ ফজলুল করিমসহ বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা হামলায় জড়িতদের গ্রেপ্তার পূর্বক শাস্তির দাবি জানান। শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে সড়ক অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা।

উখিয়া থানার ওসি (তদন্ত) মো: খায়রুজ্জামান বলেন, এ ঘটনায় শিক্ষার্থীদের পক্ষ থেকে অভিযোগ করার জন্য বলা হয়েছে। কলেজ ছাত্রের উপর হামলাকারীদের আটক করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথাও তিনি জানান।

বিডি২৪লাইভ/এমকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: