হঠাৎ করে ইসরাইলের বন্দরে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ

প্রকাশিত: ১২ অক্টোবর ২০১৮, ০৬:২৬ পিএম

ইসরাইলে হঠাৎ করেই যুদ্ধজাহাজ পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন ডেস্ট্রয়ার ইউএসএস রস ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় আশদোদ বন্দরে হঠাৎ করে ভিড়েছে বলে খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

খবরে বলা হয়েছে, ইতিপূর্বে যুক্তরাষ্ট্র যেসব যুদ্ধজাহাজ ইসরাইলে পাঠিয়েছে সেগুলো দেশটির উত্তরাঞ্চলীয় বন্দরগুলোতে ভিড়তো। কিন্তু এবার ভিড়েছে দক্ষিণের বন্দরে।

এদিকে যুক্তরাষ্ট্রের এ তৎপরতাকে অস্বাভাবিক ঘটনা বলে মন্তব্য করেছে রাশিয়ার গণমাধ্যম স্পুৎনিক।

ইসরাইলের বন্দরে ড্রেস্ট্রয়ারটি নোঙর করার পর যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু উপস্থিত হয়ে স্বাগত জানিয়ে বলেন, ইউএসএস রসের সফরের মাধ্যমে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের বন্ধুত্ব অন্য মাত্রায় গিয়ে ঠেকেছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইসরাইলের প্রতি পূর্ণ সমর্থন দিয়েছেন এবং ডেস্ট্রয়ার পাঠানোর মধ্যদিয়ে সমর্থনের বহিঃপ্রকাশ ঘটেছে।

বিডি২৪লাইভ/এসএস

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: