সুসংবাদ নিয়ে দেশে ফিরলেন সাকিব

প্রকাশিত: ১৪ অক্টোবর ২০১৮, ১২:৫৯ পিএম

কামাল আহমেদ: বাম হাতের আঙ্গুলে চিকিৎসার জন্য কদিন আগে অস্ট্রেলিয়া গিয়েছিলেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান। সেখানে চিকিৎসার পর, আঙুলের বিষয়ে ভালো খবরই পেয়েছেন সাকিব। এখন তাঁর আঙ্গুলের ইনফেকশন অনেকটাই কম।

আজ (১৪ অক্টোবর) বেলা  সোয়া  এগারোটার সময় রাজধানীর হযরত শাহজালাল বিমানবন্দরে  অবতরণ  করে সাকিবের ফ্লাইট। যদি নতুন করে আর কোনো সমস্যা না দেখা দেয়, তবে তিন মাসের মধ্যেই পরীক্ষামূলকভাবে ক্রিকেট মাঠে ফিরতে পারবেন সাকিব। ব্যথা অনুভূত না হলে, পরে আর অপারেশন নাও লাগতে পারে। শুধু সাকিব আল হাসানের জন্য নয়, পুরো দেশবাসীর জন্যই এটি স্বস্তির খবর।

এর আগে আঙুল থেকে যে পরিমাণ পুঁজ আর দূষিত রক্ত বের করা হয়েছে তাতে শঙ্কায় ছিল আঙুলের সংক্রমণ আবার না হাড়ে ছড়িয়ে পড়ে। তবে মেলাবোর্নের হাসপাতালের রিপোর্ট অনুযায়ী, ইনফেকশন নিয়ন্ত্রণে আছে। বাঁ-হাতের কনিষ্ঠায় ইনফেকশন কেটে গেছে অনেকটাই। আপাতত বিশ্রামেই থাকবেন বিশ্বসেরা অলরাউন্ডার। ধীরে ধীরে শুরু করবেন পুনর্বাসন প্রক্রিয়া। সাকিবের ক্ষত আঙুলে চামড়া উঠতে শুরু করেছে। ক্ষত স্থানটিও শুকিয়ে যাচ্ছে। দ্রুত উন্নতি হওয়ায় সাকিব নিজেও স্বস্তিতে আছেন।

বিডি২৪লাইভ/এএআই

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: