শাহবাগ-সোহরাওয়ার্দীতে মিছিল-জনসভা বন্ধ চেয়ে লিগ্যাল নোটিস

প্রকাশিত: ১৫ অক্টোবর ২০১৮, ০৬:০৭ পিএম

রাজধানীর শাহবাগ মোড়সহ সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা, মাইকিং, মানববন্ধন, মিছিল-মিটিং না করার প্রয়োজনীয় পদক্ষেপ চেয়ে একটি লিগ্যাল নোটিস পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ।

স্বরাষ্ট্র সচিব ছাড়া নোটিশপ্রাপ্ত অন্যরা হলেন-স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, পুলিশ কমিশনার, শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণের মেয়র বরাবর সোমবার (১৫ অক্টোবর) রেজিস্ট্রি ডাকযোগে এ নোটিশ পাঠানো হয়।

আগামী ২৪ ঘন্টার মধ্যে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে হাইকোর্টে রিট করা হবে বলে জানান এই আইনজীবী। লিগ্যাল নোটিসে আরো উল্লেখ করা হয় যে, শাহবাগ মোড় ও সোহরাওয়ার্দী উদ্যান জনসভা করে মাইকিং করার কারণে শব্দদূষণ হয়। এতে সুপ্রিম কোর্টের স্বাভাবিক কার্যক্রম এবং নিরাপত্তা ব্যাহত হয়।

এছাড়া এ এলাকায় ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, বারডেম হাসাপাতাল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অসংখ্য হাসাপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানে থাকা রোগী ও সাধারণ মানুষের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।

নোটিশে বলা হয়েছে অন্যাথায় হাইকোর্টে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী রিট দায়ের করা হবে।

বিডি২৪লাইভ/আজ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: