সিএমসি কনফারনেসে যোগ দেবেন আইএমসিবি চেয়ারম্যান

প্রকাশিত: ১৮ অক্টোবর ২০১৮, ০৬:১৩ পিএম

ইন্সটিটিউট অব ম্যানেজমেন্ট কনসালট্যান্টস অব বাংলাদেশ (আই.এম.সি.বি) এর চেয়ারম্যান এম জাকির হোসেন ইতালির মিলানে অনুষ্ঠিত (আই সি এম সি আই) ইন্টান্যাশনাল কাউন্সিল অব ম্যানেজমেন্ট কনসালটিং ইন্সটিটিউট এর এ্যানুয়াল মিটিং অব ডেলিগেটস এবং সিএমসি ইন্টারন্যাশনাল কনফারেন্স এ অংশগ্রহণ করবেন।

এর আগে গত ১৫ অক্টোবর তিনি এ কনফারেন্সে অংশগ্রহণের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।

১৬ এবং ১৭ অক্টোবর আইসিএমসিআই-এর এ্যানুয়াল মিটিং অব ডেলিগেটস অনুষ্ঠিত হয়। যার মূল উদ্দেশ্য হছে প্রতিষ্ঠানিক উদ্দেশ্য পূরণ ও সংগঠিত করা। সিএমসি ইন্টান্যাশনাল কনফারেন্স অনুষ্ঠিত হবে আগামী ১৮ ও ১৯শে অক্টোবর। যার মূল উদ্দেশ্য ”একটি স্থায়ী পৃথিবী তৈরী করা”।

উক্ত অনুষ্ঠানে জাকির হোসেন বাংলাদেশের কন্সাল্টিং ব্যবস্থাপনার বর্তমান ও ভবিষ্যত অবস্থান তুলে ধরবেন।


বিডি২৪লাইভ/আজ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: