‘সবাই সমান অধিকার ভোগ করবে’ 

প্রকাশিত: ১৮ অক্টোবর ২০১৮, ০৮:০৩ পিএম

রাষ্ট্রের চোখে ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে সবাই সমান অধিকার ভোগ করবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এমপি।  

বৃহস্পতিবার (১৮ অক্টোবর) দুপুরে শেরপুরের নালিতাবাড়ী পৌর শহরে গোপাল জিউর মন্দিরে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, ধর্ম যার যার, ঈশ্বর সবার। মানব কল্যাণে আমরা শেখ হাসিনার মতো অটুট এবং মনোবল নিয়ে দৃঢ় পদক্ষেপে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাই। বাংলাদেশের মানুষকে এগিয়ে নিয়ে যাই আল্লাহর কাছে, ঈশ্বরের কাছে এটাই হোক আমাদের সবার সম্মিলিত প্রার্থনা। 

কৃষিমন্ত্রী বলেন, শেখ হাসিনার হাতে বাংলাদেশ, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। শুধু এগিয়ে যাওয়া নয়, মাথা উঁচু করে সারা পৃথিবীতে সম্মানের আসনে প্রতিষ্ঠিত হয়েছে। এই প্রতিষ্ঠার জায়গাটি সৃষ্টি করেছেন আমাদের প্রধানমন্ত্রী, জাতির পিতার কন্যা, জননেত্রী শেখ হাসিনা। 

শারদীয় শুভেচ্ছা বিনিময়কালে মন্ত্রীর সাথে শেরপুরের জেলা প্রশাসক আনার কলি মাহবুব, জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান, পুলিশ সুপার আশরাফুল আজীম, শেরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান সানোয়ার হোসেন ছানু, নালিতাবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান একএম মুখলেছুর রহমান রিপন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল হোসেন, সাধারণ সম্পাদক ফজলুল হকসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও দলীয় নেতাকর্মী ছাড়াও, হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্যপরিষদের নেতৃবৃন্দসহ বিভিন্ন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।

বিডি২৪লাইভ/এমকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: