ছাদ থেকে লাফিয়ে পড়ে নবজাতকসহ মায়ের আত্মহত্যা

প্রকাশিত: ১৯ অক্টোবর ২০১৮, ০৮:১৩ পিএম

সাদ্দাম হোসাইন,
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

পারিবারিক বিষয় নিয়ে ফোনে তর্কবিতর্ক এক পর্যায়ে সীমা আক্তার নামের এক নারী নবজাতকসহ আত্মহত্যা করেছেন। শহরের দি ল্যাব এইড স্পেশাইজড হাসপাতালের চারতলা ভবনের ওপর থেকে ঝাঁপ দিলে নবজাতকসহ ঘটনাস্থলেই তারা মারা যায়। শুক্রবার (১৯ অক্টোবর) সকালে ব্রাহ্মণবাড়িয়া শহরের জেল রোডে এই ঘটনা ঘটে।

সীমা আক্তার জেলার আখাউড়া উপজেলার উত্তর ইউনিয়নের কল্যাণপুর গ্রামের আরব আমিরাত প্রবাসী মনির মিয়ার স্ত্রী।

সীমার মা রেহানা বেগম জানান, চারদিন আগে প্রসব জনিত ব্যথা উঠলে জেলা শহরের লাইফ কেয়ার শিশু জেনারেল হাসপাতালে তাকে ভর্তি করা হয়। ওই রাতেই সীমা একটি ছেলে সন্তান প্রসব করেন। বৃহস্পতিবার রাতে প্রবাসী স্বামীর সাথে পারিবারিক বিষয় নিয়ে ফোনে তর্কবিতর্ক হয়। এরই জেরে শুক্রবার সকালে লাইফ কেয়ার শিশু জেনারেল হাসপাতালের পাশের দি ল্যাব এইড স্পেশাইজড হাসপাতালের চার তলা ভবনের ওপর থেকে নবজাতকসহ সীমা ঝাঁপ দেয়। এতে ঘটনাস্থলেই তারা মারা যায়।

এ বিষয়ে ১নং শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক ওসমান গণি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুইজনের মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্তের পর ঘটনার বিস্তারিত বলা যাবে।

বিডি২৪লাইভ/এইচকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: